চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভাই গুমের ঘটনায় বাদীদের মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য রোমান পারভেজ, মইন আহমেদ, রুবেল বিশ্বাস, গুম হওয়া ব্যক্তিদের পিতা মোহাম্মদ আইন-আল হক প্রমুখ।