লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবলীগ সহসভাপতি এ টি এম মুসা শামীমের বিরুদ্ধে দলিল লেখক সমিতির ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শামীম উপজেলার তুষভান্ডার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও দলিল লেখক সমিতির সভাপতি। মুসা শামীম বলেন, সমিতির নির্বাচনে হেরে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছে প্রতিপক্ষ। সমিতির উন্নয়নমূলক কাজেই খরচ হয়েছে টাকা। সাব-রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আরিফ ইসতিয়াক বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।