নেত্রকোনার আটপাড়ায় ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী অন্তর মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারাচাতল গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ওই শিশুর বাবা হাসপাতালে থাকায় এখনো অভিযোগ দিতে পারেননি।