মাদারীপুরের ডাসারে বরিশাল খালের জায়গা অবৈধভাবে ভরাট করে গড়ে ওঠা দোকান ও স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়াও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানাও গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সকালে উপজেলার সানমান্দি ও পাথুরিয়ারপাড় এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন। এ ছাড়াও অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।