চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মুন্সি নজরুল ইসলাম সুজন (৩৯) নামে এক স্বে^চ্ছাসেবকলীগের নেতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। রবিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন। সুজন চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর সুজনের বাড়ি থেকে ১ হাজার ২০০ পিস নেশা জাতীয় মাদক বুপ্রেনফিন ইঞ্জেকশন উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারা। তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেন ডিএনসির সদস্যরা।