ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শেয়ারহোল্ডাররা বিগত বছরের (৩১ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত) ডিরেক্টর’স রিপোর্ট, অডিটর’স রিপোর্ট এবং অডিটেড অ্যাকাউন্টস অনুমোদন করেছেন, যেখানে প্রতি ১০ টাকার অর্ডিনারি শেয়ারের বিপরীতে ৪৪০% বা প্রায় ৪৪ টাকা নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।
দেশের বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ ও বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুসরণ করে এবার দ্বিতীয়বারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শেয়ারহোল্ডারসহ অন্যান্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড সামাজিক দূরত্ব বজায়ে সর্বোচ্চ সতর্কতা মেনে চলেছে।
কোম্পানির চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বতে বৈঠকে- কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেএসএম মিনহাজ, ফিন্যান্স ডিরেক্টর হাসনাইন তৌফিক আহমেদ ছাড়াও অন্য ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন- কেদার লেলে, জাহিদুল ইসলাম মালিতা, এসওএম রাশিদুল কাইয়ুম, মো. আবুল হোসাইন, মোহসিন উদ্দিন আহমেদ এবং রেজাউল হক চৌধুরী। এছাড়া কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা, কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট সহ বেশ কয়েকজন শেয়ার হোল্ডারও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল