এসিআই মটরস'র ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে ঠাকুরগাঁয়ে তার যাত্রা শুরু করলো। ঠাকুরগাঁও এর পূর্ব গোয়ালপাড়ায় অবস্তিত উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।
ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস এর সেলস ডিরেক্টর জনাব আজম আলি, বিজনেস ম্যানেজার জনাব মুনেম শাহরিয়ার, ঠাকুরগাঁও বাস মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন, ট্রাক-ট্যাংলরী-কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর গফুর, ডিলার জনাব হাবীব মো: আহসানুর রহমান পাপ্পু, এ সি আই মটরস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী ।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সকল প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ সি আই মটরস এই বৎসর গাড়ির বিক্রি শুরু করে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ