টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ অর্জনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া পরিপত্র অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া এবং একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ‘শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম’ শুরু করেছে বাংলাদেশ স্কাউটস ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’।
দেশের স্কুল শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও শ্রেণিকক্ষ এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থা, প্রতিষ্ঠানের বহিরাঙ্গন পরিচ্ছন্নতা কার্যক্রম ইত্যাদি সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে জানানো হয়। এরপর সকলকে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম দেখানো ও অনুশীলন করানো হয়।
সম্প্রতি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ক্যাম্পেইন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি। তিনি প্রায় ৭০০ জন ছাত্রীদের পরিচ্ছন্নতার শপথ পাঠ করান। এই কার্যক্রমের অংশ হিসেবে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শ্রেণীকক্ষ ও স্কুল আঙিণা পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহার ও হাত ধোয়া সংক্রান্ত শিক্ষা ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। এছাড়াও সপ্তাহে একদিন শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার শপথ করানো হবে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ