মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার রংধনু গ্রুপের হেড অব মিডিয়া মো. সাইফুল ইসলামসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অন্য দুজন হলেন- ইউনিক রিজেন্সি হোটেল অ্যান্ড রুফ টপ স্কাই রেস্টুরেন্টের ইকবাল মাহমুদ বাপ্পী, তার সহযোগী মো. ইয়াছিন আল শুভ। আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন বিভাগের মো. সাব্বির এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত রাজধানীর বনানী থানাধীন ইউনিক রিজেন্সি হোটেল অ্যান্ড রুফ টপ স্কাই রেস্টুরেন্টে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি সিসা, সিসা সেবনের ১৩টি হুক্কা, ১৬টি খালি মদের বোতল ও তিনটি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।