চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পুলিশ। এর মধ্যে ধানমন্ডি থানা ২৮ ও হাজারীবাগ থানা ৭৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামানের উপস্থিতিতে উদ্ধার করা ১০৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, মোবাইল ফোন মালিকদের জিডি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা ও হাজারীবাগ থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে এসব মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয়।