রংপুর অঞ্চলে বিচিত্র ধরনের আবহাওয়া বিরাজ করছে। দিনেরাতে তাপমাত্রার ব্যবধান ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকছে। অর্থাৎ দিনে বইছে তাপপ্রবাহ আবার রাতে অনুভব হচ্ছে কনকনে শীত। প্রকৃতির এ খামখেয়ালিপনায় জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগবালাই বাড়ছে।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবার ওই ভোরেই তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ভোর ৬টায় রংপুরে তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। আবার দুপুর ৩টায় সেই তাপমাত্রা পৌঁছে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর প্রভাব পড়েছে জনজীবনে। বিশেষ করে বাচ্চারা এটা সহ্য করতে পারছে না। ফলে অনেক ঘরেই দেখা দিয়েছে জ্বর-সর্দিসহ বিভিন্ন সিজনাল রোগবালাই।
রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এ সময় তাপমাত্রায় একটু বৈচিত্র্য লক্ষ করা যাচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে এ অঞ্চলে শীতের রেশ থাকবে না।