রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক বৃদ্ধা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সকালে লক্ষ্মীপুর এলাকার মুঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনরা। অবস্থা বেগতিক দেখে হাসপাতাল থেকে সটকে পড়েন কর্তব্যরত নার্স, রিসিপসনিস্টসহ কর্তাব্যক্তিরা। অক্সিজেন স্বল্পতা, লোকবল সংকট ও তাৎক্ষণিক ক্রাইসিস রেসপন্স বা ইমারজেন্সি সেবা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনরা অভিযোগ করেছেন। মৃত বৃদ্ধার নাম বেনু বেগম (৭০)। তিনি নগরীর বোয়ালিয়া থানার সুজানগর মিতালী ক্লাব এলাকার মৃত বশির আহম্মেদের স্ত্রী। রোগীর স্বজনরা জানান, কোমরের হাড়ভাঙা সমস্যা নিয়ে গত ৬ এপ্রিল হাসপাতালটিতে ভর্তি হন তিনি। মঙ্গলবার অর্থোপেডিক অপারেশন করেন ডা. হাবিবুল হাসান। কিন্তু অপারেশন-পরবর্তী ২৪ ঘণ্টা তাকে কোনো পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে দেওয়া হয়। বুধবার সকাল ৮টার দিকে বেনু বেগমের প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তাকে অক্সিজেন দেওয়া জরুরি হয়ে পড়ে। কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসক বা নার্স ছিলেন না। অনেক চিৎকার করেও রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পায়নি। এ ছাড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারও না থাকার ফলে এক সময় ছটফট করতে করতে রোগী বেনু বেগম মারা যান।
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনরা। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন কর্তব্যরত নার্স, রিসিপসনিস্ট ও কর্মকর্তা-কর্মচারী।
পরে নগরীর রাজপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।