ঈদের ছুটির পর প্রথম উত্থান হলো শেয়ারবাজারে। সপ্তাহের চতুর্থ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে প্রধান মূল্যসূচক। একই সঙ্গে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে ডিএসইতে লেনদেন হওয়ার বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে এ বাজারটিতে সব কটি মূল্যসূচকের পতন হয়েছে। দিনের লেনদেন ডিএসইতে ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৩টির। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ঈদ ছুটির পর প্রথম তিন দিনের লেনদেনে ৩৪ পয়েন্ট সূচক কমে। প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৩ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৫৭ লাখ টাকা। এর মাধ্যমে ২৬ ফেব্রুয়ারির পর বা ২৫ কার্যদিবসের মধ্যে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হলো। লেনদেনের শীর্ষে ছিল সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ২৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৬ লাখ টাকার। ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৯ প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৩টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৫১ লাখ টাকা।