বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, নতজানু ও দলকানা সাংবাদিকদের কারণে দেশ পিছিয়ে গেছে, উত্থান ঘটেছে ফ্যাসিবাদের। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আজ সুদূর পরাহত। ফলে সাংবাদিকতার আত্মিক মৃত্যু ঘটেছে। পতিত হাসিনার লালিত মিডিয়ার কারণে দেশের মানুষ সঠিক ও নির্ভুল সংবাদ থেকে বহুদূর পিছিয়েছে। গতকাল বিকালে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত জরুরি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় কাদের গণি চৌধুরী আরও বলেন, এখন সময় এসেছে বাস্তবতা ও সত্যের লালন এবং ফ্যাসিবাদের আগ্রাসন রুখতে। এ ব্যাপারে সবার সম্মিলিত প্রয়াসে ও সাংবাদিকদের দৃঢ ঐক্যের কোনো বিকল্প নেই।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য কামাল হোসেন আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সহসভাপতি এম আর মাহবুব ও সাধারণ সম্পাদক এস এম জাফর।