বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের দুই সদস্যকে আটক করেছে। গতকাল আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক দুইজনের নাম হচ্ছে ভান মুন লম বম (৪২) ও ফিলিপ খিয়াং (৩৬)। তারা সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র কার্যকলাপ করে আসছিল।