ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ডিএনসিসি।
বুধবার (৯ এপ্রিল ২০২৫) বিকালে পরিচালিত এ অভিযানে গুলশান-২–এর ৪৬ ও ৯০ নম্বর রোড ও সংশ্লিষ্ট ফুটপাত থেকে অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ করা দোকানের মধ্যে ছিল বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান ও অন্যান্য সাময়িক স্থাপনা।
অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
তিনি বলেন, “রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের ফলে যানজটও বেড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।”
বিডি প্রতিদিন/আশিক