নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলে ডাকাতি। এ ছাড়া দুই বাড়িতে ডাকাতি করতে ব্যর্থ হয়েছে তারা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রাতে প্রথমে ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল জামালের বাড়িতে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা, একটি মোবাইল, পরে একে একে নূর মোহাম্মদের বাড়ি থেকে ১০ হাজার টাকা, ৩টি মোবাইল, তাসলিমার বাড়ি থেকে ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন, লিটনের বাড়ি থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল, কানের দুল ও একটি চেইন লুট করে নিয়ে যায়। এই ৪টি বাড়ির প্রত্যেকেই দিনমজুর। একই সাথে শম্ভুপুরা গ্রামে বাচ্চু এবং ওয়ালিদের বাড়িতে হানা দিলেও কিছু নিতে পারেনি। বাড়ি তছনছ করে চলে গেছে ডাকাতদল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই