রেশনের চিনি নেওয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তাণ্ডক চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ৮টি কক্ষে হামলা চালিয়ে ৯টি কম্পিউটার ও প্রিন্টারসহ চেয়ার টেবিল ভাঙচুর করে। দুর্বৃত্তদের মারপিটে আহত হয়েছেন দুইজন। সোমবার দুপুরে এ ঘটনার সময় চিনি বিক্রির ৯৪ হাজার টাকা লুটের ঘটনাও ঘটে।
রাজশাহী রেশন করনিক শাহীনুর রহমান জানান, দুপুর ১২টার দিকে চিনিকলের মৌসুমী কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের এক মণ চিনি নিতে আসেন। এসময় তার কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরো ২০ টাকা চাইলে এনিয়ে তর্ক-বিতর্ক হয়। এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর ১০-১২ জনের একদল দুর্বৃত্ত এসে চিনিকলে রেশন বিভাগে হামলা করে। এসময় রেশন করনিক শাহীনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করে। একপর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে রক্তাক্ত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখনো কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তারা আইনগত ব্যবস্থা নিবেন।
বিডি প্রতিদিন/হিমেল