রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজারের সামনে পিক-আপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ০৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকারী পথচারী সিফাত জানিয়েছেন, মেরাদিয়া বাজার এলাকায় একটি পিক-আপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে বেশ কিছুদুর নিয়ে যায়। এতে চালক মিরাজুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পিক-আপের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে সেখানে থেকে গাড়িটিকে পুলিশ জব্দ করেন। আমরা আহত মিরাজুলকে হাসপাতালে নিয়ে আসি।
এদিকে নিহতের ভাই ফজলে জানিয়েছেন, আমি সংবাদ শুনে হাসপাতালে এসে আমার ভাইয়ের লাশ দেখতে পাই। সে মালয়েশিয়ায় পড়াশোনা করতো। সে মেরাদিয়া থেকে বনশ্রী যাওয়ার পথে এ ঘটনার শিকার হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত