দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় হামলা ও বাধা প্রদানের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে দক্ষিণ আউচপাড়া হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে সংবাদ সম্মেলনে গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বলেন, গত ২২ ডিসেম্বর নৌকা প্রার্থীর সমর্থক কর্মীরা আমাদের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে কলেজ মাঠের গেটে তালা মেরে দেয়। চারটি মাইক ছিনিয়ে নিয়েছে। তারা আমাদের লোকজনকে মারধরও করেছে।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচনে জনগণের ভোট নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমরা কারো প্রচার প্রচারনায় কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি না, কিন্তু একটি মহল স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে বাধা প্রদান করছে। আমাদের মাইক ছিনিয়ে নিয়ে যাচ্ছে এমনকি নেতাকর্মীদের গায়ে হাতও দেয়া হচ্ছে। আমরা এর বিচার চাই।
বিডি প্রতিদিন/হিমেল