রাজশাহীর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী তানোরের পাঁচন্দর ইউনিয়নের মোহর গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি প্রচারণা চালান গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে।
রাজশাহী-২ আসনের ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নৌকার প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন নগরীর ঝাউতলা মোড়, লক্ষ্মীপুর, মেডিকেল চত্বর, ঘোষপাড়া এলাকায়।
রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন চারঘাটের অরকা পল্লীতে। তিনি চারঘাট-বাঘার উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান।
রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালিয়েছেন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন এলাকায়।
রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় গণসংযোগ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত