দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কালো কাপড় মুখে বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে বাম জোট।
আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্ক্সবাদীর নেতা ডা.জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘আজ মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ করছি। প্রহসনের নির্বাচনের বয়কট করার জন্য জনগণের কাছে যাচ্ছি, যাব। ইতোমধ্যে সরকারদলীয় লোকজন আমাদের বাধা প্রদান ও লিফলেট ছিনিয়ে নিয়েছে। একতরফা নির্বাচন করলে দেশে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের নেই।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ