নাশকতার অভিযোগে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে আটক ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার মামলা দায়েরের পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করে র্যাব-১।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা। তিনি বলেন, মামলা দায়ের পর গ্রেপ্তার ৯ জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র্যাব-১ এর যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক