রাজধানীর খিলগাঁওয়ে দুই ট্রেনের মাঝে পড়ে নিয়ামত উল্লাহ নামে সাবেক একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দক্ষিণ খিলগাঁও শাহী মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, রেল লাইন পার হওয়ার সময় কমলাপুরগামী ও টঙ্গীগামী পাশাপাশি দুই ট্রেনের মাঝে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় নিয়ামত উল্লাহ নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি। বিষয়টি তদন্তে এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
নিহতের ভাগনে আইনজীবী শাখাওয়াত জানান, নিয়ামত উল্লাহ ৭৩ খিলগাঁওয়ে পরিবারের সাথে থাকতেন। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। মসজিদে নামাজ পড়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় শিকার হন। ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছি। তারা (পুলিশ) বুঝিয়ে দিলে আমরা নিয়ে যাব।
বিডি প্রতিদিন/এমআই