রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আজ রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, নিকুঞ্জে সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রওনা হয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহত-ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ