নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে সোনারগাঁ উপজেলার সম্বুভূরা ইউনিয়নের সোনাচর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। অজ্ঞাত যুবকের মৃতদেহে পরনে ছিল কালো রং এর ফুল হাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারচরের কৃষকরা বুধবার সকালে চর এলাকায় কাজ করতে গিয়ে শীতলক্ষা নদীতে লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়িকে সংবাদ জানায়।
কলাগাছিয়া নৌ-ফাঁড়ির এস আই জুবায়ের জানান, এলাকাবাসীর মাধ্যমে লাশের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত লাশটি সোনাগাঁ থানা এলাকায় হওয়াতে সোনারগাঁ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/এএ