রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ।
আজ বুধবার বিকালে নব-নির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল মামুনসহ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
তিন দিনের নির্বাচনী প্রচারে এসে জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন বলেন, জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে লাঙ্গলের বিশাল ব্যবধানে বিজয় মানে সারাদেশে এরশাদ সৈনিকদের বিজয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিজয়। ইভিএম মেশিনে এখনও মানুষ ভোট দিতে পারে না, বেশি করে সচেনতামূলক প্রচার করা হয়নি। ফলে অনেকেই ভোট দিতে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি কম ছিল।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শামিম আহমেদ রেজভী, সাবেক ছাত্র নেতা খন্দকার ফিরোজ আহমেদ, রংপুর মহানগরের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, রংপুর জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম, সাদিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব মোস্তফা সুমন, মামুনুর রশিদ, মুহিবুল্লাহ আল মোমেন সেতু, রক্সি খান, সামিউল ইসলাম শুভ, ওসমান গণি, শওকত হোসেন শিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত