জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিস্থল জিয়ারতের সময় ও শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে গণসংযোগের আগে নগরীর দর্শনা পল্লী নিবাসে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছাত্র সমাজের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র সমাজের সভাপতি আল মামুন সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ২০১৭ সালে বিপুল ভোটে বিজয় হয়েছে। আমি মনে করি সারা বাংলাদেশে সফল মেয়র মোস্তফা। দক্ষ মেয়র হিসেবে রংপুর সিটির যেভাবে উন্নয়নমূলক কাজ, সেটা কোনো সিটি কর্পোরেশনে হয় নাই। সিটি কর্পোরেশনের প্রতিটি পাড়া-মহল্লা দলমত নির্বিষেশে যে ভালোবাসা পেয়েছে মোস্তফা এবারও বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ্।
মামুন আরও বলেন, তিনি সাধারণ মানুষকে ভালোবাসেন। মোস্তফার দরজা কখনো বন্ধ ছিল না। যে কোন শ্রেণির, যে কোন পেশার মানুষের জন্য সব সময় দরজা খেলা থাকে। আমি মনে করি একজন জনপ্রতিনিধি এরকম হওয়া উচিত। বাংলাদেশের সব জনপ্রতিনিধিকে মোস্তাফিজার রহমানের কাছ থেকে শিক্ষা নেয়া উচিত।
এসময় রংপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও রসিকের সাবেক কাউন্সিলর সাফিউল ইসলাম সাফি, জাতীয় পার্টির যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি শামিম আহমেদ রেজভী, জাপার খন্দকার ফিরোজ আহমেদ, ইমতিয়াজ আজিজ ড্যানি, রংপুর জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈকতসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত