ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবীকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম কারাবন্দী থাকায় দলের কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নবীউল্লাহ নবীকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো।
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির এই সিনিয়র নেতাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত