ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রাজধানীর খিলক্ষেতে আজ মঙ্গলবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে আজ সকাল ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-14-9069) ময়মনসিংহ যাওয়ার পথে খিলক্ষেতে নিয়ন্ত্রণে হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো বাসের (ঢাকা মেট্রো-চ-13-1862) উপর উঠিয়ে দেয়।
বিডি প্রতিদিন/ফারজানা