বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২০তম কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ৪(৩) (ডি) ধারা অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনয়নের পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ড. ফেরদৌস জামান, তিনি আগামী ২ বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ড. ফেরদৌস জামান ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং ১৯৯২ সালে একই বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিডি প্রতিদিন/এমআই