নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনের সব ধরনের তথ্য সরবরাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খোলা হয়েছে। সেই পেজটির নাম ‘ভোট ফর তৈমুর’।
তৈমুর আলম খন্দকারের মিডিয়া সেল কর্তৃক ‘ভোট ফর তৈমুর’ নামে পেজটি খোলা হয়েছে বলে জানিয়েছেন তৈমুর।
তিনি জানান, আমি প্রতিদিন কোথায় যাব, কোন ওয়ার্ডে কর্মসূচি পালন করবো তা আগের দিন সেখানে জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রতিদিন সব কর্মসূচির তথ্য, ছবি নাসিকের সব ভোটার ও সংবাদকর্মীদের জন্য সেখানে দেওয়া হবে। আশা করছি, নগরবাসী পেজটির সঙ্গে যুক্ত হয়ে আমার পাশে থাকবেন।
বিডি প্রতিদিন/হিমেল