রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় নিহত এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের (মাইনুল) ভাই মনির হোসেনকে চাকরি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার গুলশানের শাহাবুদ্দিন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে নিয়োগপত্র তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক ও ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের কাজ হলো প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা। মাইনুলের মায়ের ইচ্ছা ছিল তার ছেলে একটা সরকারি চাকরি পাক। আমরা মাইনুলের মায়ের ইচ্ছা পূরণের চেষ্টা করেছি। আমরা তার ভাইকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি।
মাইনুলের ভাই মনির হোসেন গণমাধ্যমকে বলেন, মেয়র সাহেব যখন আমাদের বাড়িতে গেলেন, তখন আমার মাকে তিনি আশ্বাস দেন আমাকে একটা চাকরি দেওয়া হবে। অস্থায়ীভাবে নিয়োগ পেলেও আমি মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই। আশা করি আমার চাকরিটা যেন পরে স্থায়ী করা হয়।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাত ১০টার দিকে রাজধানীর রামপুরায় অনাবিল বাসের ধাক্কায় নিহত হয় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন।
বিডি প্রতিদিন/এমআই