তেল, গ্যাস ও চালের দামের ঊর্ধ্বগতি রোধ এবং নগরীর রসুলপুর চরে অবৈধ উচ্ছেদ বন্ধ করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।
বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক ফেডারেশনের সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হালিম মহুরী, প্রচার সম্পাদক ইউসুফ আকন ও জেলা কৃষাণী সভা নেত্রী রেহেনা বেগম মিতুসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে একই দাবিতে কৃষক ফেডারেশনের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই