ঢাকার সাভারে মহাসড়কের পাশে পলিথিনে ফেলে রাখা অবস্থায় মানবদেহ থেকে বিচ্ছিন্ন করা একটি পা উদ্ধার করেছে পুলিশ। যেটি কোনো পুরুষের পা বলে প্রাথমিকভাবে জানানো হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের পাশ থেকে পা’টি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি পা দেখতে পেয়ে ৯৯৯ এ জানায় স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পৌঁছে পলিথিনে ভেতর থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করা হয়।
এসময় কিছু পায়ের হাড়ের অংশও পাওয়া যায়। আমরা সেগুলো উদ্ধার করে থানায় এনেছি। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পা’টি একজন পুরুষের বলে মনে হচ্ছে। তবে কার সেটি জানা যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই