জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনকে আহবায়ক এবং কেন্দ্রীয় নেতা রাকিন আহমেদকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট পার্টির রিসার্স এন্ড ডেভলপমেন্ট উপকমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই উপকমিটি অনুমোদন দেন। মনিরুল ইসলাম মিলন জানান, এই উপ-কমিটি জাতীয় পার্টির থিংক ট্যাঙ্ক হিসাবে কাজ করবে। অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিটু, মহিদ হাওলাদার, ড. ফারহিন হাসান, সাহিন আরা সুলতানা। সদস্য- আশিক আহমেদ, ব্যারিস্টার খাজা তানভির আহমেদ, ব্যারিস্টার ফাহিম ফয়সাল৷ খান, জাহেদুল হাসান সাজিদ, ড. আমিন খান, মনিরুজ্জামান নয়ন, কানিজ ফাতেমা ইভা এবং ইনান চৌধুরী প্রিয়।
বিডি প্রতিদিন/এএ