প্রতিষ্ঠাতার পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলেও যোগ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে ডেমরার শুকুরশী ঈদগাহ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ড ও সকল ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে (২০২১) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে তৃণমূলে ইউনিট কমিটির মাধ্যমে আমরা আবারও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলব। কমিটিতে হাইব্রিড ও কাউয়াদের আর স্থান হবেনা কারণ তারা যদি আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে পারে তাহলে দলের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।
সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন ও ৪৮নং কাউন্সিলর আবুল কালাম অনু, আওয়ামী লীগ নেতা ফারুক খান, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর রহমান আরিফ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের নেতারা।
বিডি প্রতিদিন/আরাফাত