রাজধানীর রামপুরা সড়ক দুর্ঘটনায় চন্দ্র মোহন দাস (৫৭) নামে এক ব্যক্তি মারা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
সোমবার রাতে রামপুরার ব্রিজের ঢালে এ ঘটনাটি ঘটে।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) আলমগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্র মোহনের বাসা মেরুল বাড্ডা পুর্বটেক পাড়া এলাকায়। মেরুল বাড্ডা বাজারে মাছ কাটার কাজ করতো।
এসআই আরও জানায়, রামপুরা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় কোন যানবাহনের চাপে ঘটনাস্থলে মারা গেছেন তিনি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন