রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন ইতোমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৭ নং ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগের মানসিক ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। রিপোর্টে লেখা পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ৪০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পরে রোগীরা তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েক জন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আগুনে ওই ওয়ার্ডের রোগীর বেড ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে।
রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফাযার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পরপরই ওই ওয়ার্ডের চিকিৎসাধীন রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফরিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত না করে সঠিক কিছু বলা যাবে না।
বিডি প্রতিদিন/কালাম