রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় শিলন আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহতের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
তিনি জানান, ঘটনার পর থেকে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে আসামিরা অবস্থান করছে। রবিবার গভীর রাতে র্যাব-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে মূল অভিযুক্ত ঝিকরা জোয়ার্দ্দারপাড়া গ্রামের নকিম উদ্দিনের ছেলে সম্রাট, মহসিন আলীর ছেলে জুয়েল রানা, আবদুর রহমানের ছেলে রাসেল রহমান, জমির উদ্দিনের ছেলে জনি আহম্মেদ ও সোহাগ আলীকে গ্রেফতর করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঝিকরা জেয়ার্দ্দাারপাড়া গ্রামের নকিম উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সম্রাট আলীর সঙ্গে একই এলাকার অপর মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের ছেলে নিহত শিলন আলীর মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা জোয়ার্দ্দারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ