রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর সিটি কর্পোরেশনের ওয়ান স্টপ সার্ভিস নাগরিক সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে, রক্ষা করবে রংপুর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি।
রবিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের ফিতা কেটে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সিটি কর্পোরেশন কর্তৃক উদ্ভাবিত ও বাস্তবায়িত এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমোদিত ইনোভেশন প্রকল্পের আওতায় নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে এটি চালু করা হয়।
সিটি মেয়র কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ওয়ান স্টপ সার্ভিস মানে আমি এক স্পটে এসে আমার সেবাটাকে নিশ্চিত করবো, এটাই হলো নাগরিকদের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরনের জন্য বিশেষ করে আপনারা যারা দায়িত্বে থাকবেন, তাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। রংপুর সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণ এখান থেকেই সব ধরনের সেবা পাবে এটি নিশ্চিত করতে হবে।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন মিঞার সভাপতিত্বে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল হক, সচিব মো. রাশেদুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক।
আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম, মাহাবুবার রহমান মঞ্জু, হারুন অর রশীদ, নুরুন্নবী ফুলু, মুনতাসীর শামিম লাইকো, বাজার শাখা প্রধান সাইফুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. জাহাঙ্গীর কবীর শান্ত প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই