পারিবারিক কলহের জেরে রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে বিথী আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে বিথী গলায় ফাঁস দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই গৃহবধূ স্বামী রং মিস্ত্রি নূর মোহাম্মদ ও নয় মাসের মেয়ে তোফা জান্নাতকে নিয়ে ভূঁইয়াপাড়া নতুন পানির পাম্পের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।’
ওই নারীর স্বামী নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, ‘সকালে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বিথী। এসময় আমি ও আমার মা হাসিনা বেগম তাকে আজ যেতে মানা করি। এ নিয়ে আমাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে ঝগড়া হয়। পরে ফাঁকা বাড়িতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মা বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান।’
‘এসময় আশপাশের লোকজন দিয়ে দরজা খুলে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় বিথীকে। পরে আমাকে খবর দেওয়া হলে বাসায় গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিডি-প্রতিদিন/শফিক