বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট ‘সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৭ তম বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন আকাশকে সভাপতি ও অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটিতে ললিত দাস ও বাসুদেব ঘোষকে সহ-সভাপতি, বিনয় ভূষন মন্ডলকে সহসাধারণ সম্পাদক, প্রদীপ হালদারকে সাংগঠনিক সম্পাদক, সুদর্শণ বিশ্বাস টুটুলকে কোষাধ্যক্ষ, অপূর্ব গৌতমকে সাহিত্য সম্পাদক, চন্দন দাসকে দপ্তর সম্পাদক, সাইদুর রহমান পান্থকে প্রচার সম্পাদক, মো. সাহেদকে অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ও মোরসেদ হায়দার আনসারীকে গবেষণা ও পাঠাগার সম্পাদক করা হয়েছে।
এছাড়া সৈয়দ দুলাল, অ্যাডভোকেট এসএম ইকবাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, শুভংকর চক্রবর্তী, মিজানুর রহমান, মিন্টু কর, সুশান্ত ঘোষ, অসিত দাস, মোস্তাফিজুর রহমান শাহীন, হাসান মাহামুদ বাবু ও অপূর্ব অপুকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল