আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা-১১ আসনের এমপি একেএম রহমত উল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। গরীব-দুঃখী মানুষের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে মরে না। বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছে।
আজ শনিবার বেরাইদে ১২০০ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টুর সার্বিক ব্যবস্থাপনায় বেরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ এ কম্বল বিতরণের আয়োজন করে।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রশিদ, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, গুলশান থানা আওয়ামী লীগের নেতা হেদায়েত উল্লাহ রন, বাড্ডা থানা আওয়ামী লীগের নেতা হাজী ফারুক আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত