রাজধানীর হাজারীবাগ থানার কোম্পানিঘাট এলাকা থেকে ৪৭ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দুপুরে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- ইব্রাহিম শেখ ওরফে সোনামিয়া শেখ (২৮), সোহেল মোল্লা (৩৫) ও আল হাজ মোল্লা (২০)।
এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় র্যাব-২ এর একটি দল রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের ট্রাক তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা, চারটি মোবাইল ও একটি ট্রাক জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম