রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. সাগর ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
আজ সোমবার র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘লোভে পড়ে মাদক কারবারি মো. সাগর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি গাঁজা বিক্রয় ও সরবরাহ করতেন। এ অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি।
আসামি সাগর সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে ৫০ কেজি গাঁজাসহ রাজধানীতে আসেন। পরে রবিবার দিবাগত রাতে র্যাব-২ এর একটি দল হাজারীবাগ থানাধীন বেড়ীবাঁধ এলাকা থেকে তাকে আটক করে। এসময় মাইক্রোবাসের চালকের সিট থেকে দু’টি বস্তায় থাকা ৫০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। এছাড়া, তার কাছ থেকে মাদক বিক্রির ৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।’
আটক মাদক কারবারি সাগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর