রাজধানীর মধ্য বাড্ডায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাকির হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাকির বাড্ডা শাহাবুদ্দিন মোড়ে থাকতেন। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন। তার বাড়ি বরিশাল জেলাতে।
নিহতের সহকর্মী মো. রাশেদ জানান, বিকেলে মধ্য বাড্ডা আলাতুন্নেসা স্কুল রোডে নির্মাণাধীন সাততলা ভবনের উপরে কলাম ঢালাই করছিলেন তারা। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান জাকির। ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ