রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর ছাড়পত্র দেয়াকে কন্দ্রে করে ইর্ন্টান চিকিৎসকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রংপুুুর -৩ আসনের সংসদ সদস্যের মধ্যস্থতায় উভয় পক্ষের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রোস্তম আলী।
তিনি জানান, এর আগে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে আলোচনা হলেও সমাধান হয়নি। পরে রংপুুুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাদ এরশাদ এমপি’র মধ্যস্থতায় ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
বৃহস্পতিবার দুপুরে এক রোগীর ছাড়পত্রে স্বাক্ষর নিতে হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের ৩৬নং ওয়ার্ডের চতুর্থ শ্রেণীর কর্মচারী শহিদুল ইসলাম সহকারী রেজিস্ট্রার ডা. হাবিবের কাছে যান। এসময় ডা. হাবিব ব্যস্ত থাকায় তিনি ইন্টার্ন চিকিৎসকের কাছে যেতে বলেন। শহিদুল ওই ওয়ার্ডের ইন্টার্ন চিকিসৎকের কাছে গিয়ে ছাড়পত্র দেন। এসময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকও তার ব্যস্ততার কথা জানালে উভয়ের মধ্যে এনিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার ভোর ৬টা থেকে কার্ডিওলোজি বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেন। পরে অন্য ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মসূচিতে যোগ দেন।
বিডি প্রতিদিন/হিমেল