পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের ছোট বোন জেসমিন আনোয়ার (৫৫) আর নেই। গত বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক আনোয়ার হোসেনের সহধর্মিনী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী এবং ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৪ ভাই এবং ৩ বোনের মধ্যে জেসমিন আনোয়ার সবার ছোট ছিলেন।
শুক্রবার বাদ জুমা বসুন্ধরা আসাবিক এলাকার মসজিদ চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম এমপি, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মরহুমার মরদেহ বনানী গোরস্থানে তার পিতার কবরে চিয়শায়িত করা হয় বলে নিশ্চিত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. শফিকুল ইসলাম।
এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ছোট বোনের অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল