মেয়াদকাল শেষে হলেও চলমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিজের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পর সোমবার নগর ভবনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানতে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তিনি।
চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে সাঈদ খোকন আরও বলেন, আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকি। সে হিসেবে সম্ভবত ১৭ মে আমাদের মেয়াদ শেষ হবে। আমাদের অনেক প্রকল্পের ৮৯ শতাংশ শেষ হয়েছে। আশা করি মাস দুই/তিনের মধ্যে এগুলো শেষ করতে পারবো। কিন্তু দীর্ঘমেয়াদি যে প্রকল্প রয়েছে যিনি নির্বাচিত হবেন তিনি শেষ করবেন। আমি বলতে পারি যে, আমরা একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে যিনি নির্বাচিত হবেন তার প্রতি আমার সার্বিক সহযোগিত অব্যাহত থাকবে বলেও জানান মেয়র সাঈদ খোকন।
বিডি-প্রতিদিন/মাহবুব